সপ্তাহের শুরুতেই জোড়া দুর্ঘটনা, প্রাণ গেল দুই মহিলার

প্রতীকী চিত্র

সপ্তাহের শুরুর দিনেই জোড়া পথ দুর্ঘটনা। একটি ওয়েলিংটন মোড়ের কাছে অন্যটি ঘটেছে এক্সাইড মোড়ের কাছে। দুই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে দুই মহিলার।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ একটি স্কুলবাস ধাক্কা মারে বছর ছিয়াত্তরের শান্তি দেবীকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়েরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে বৃদ্ধাকে ধাক্কা মারার পর বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। যদিও পরে চালকসহ বাসটিকে আটক করে এন্টালি থানার পুলিশ।

অন্যদিকে এই ঘটনার ঘণ্টা দুই বাদেই দ্বিতীয় ঘটনাটি ঘটেছে রবীন্দ্রসদনের কাছে এক্সাইড মোড়ে। সূত্রের খবর, রেশমী নন্দী নামে বছর পঁয়তাল্লিশের এক মহিলা রাস্তা পার হওয়ার সময় তাঁকে দুই বাসের রেষারেষির মধ্যে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁরও। জানা গিয়েছে, বরানগরের বাসিন্দা ওই মহিলা রোটারি সদনে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।