শহরে একের পর এক যৌন হেনস্থার ঘটনা ঘটে চলেছে। তিলোত্তমাকাণ্ডের এক বছরও কাটেনি। সেই সময় প্রতিবাদে শহরের রাস্তায় পা মিলিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। বাদ পড়েনি বেহালাও। এবার সেই বেহালার সরশুনাতেই ১২ বছরের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং অপর এক অভিযুক্ত পলাতক। দু’জনের বিরুদ্ধেই শিশু সুরক্ষা আইন অর্থাৎ পকসো-র ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিলেন দুই নাবালিকা।
কিন্তু তারপর থেকেই তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর সরশুনার চন্দ্রপল্লীর একটি ঘর থেকে তাঁদের উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, রাত ৯টার কাছাকাছি সময় দুই যুবক ওই নাবালিকাদের যৌন হেনস্থা করেছে। তদন্তে নেমে পুলিশ শুক্রবার বিশ্বজিৎ ওরফে সুখেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। অপর এক অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। বিশ্বজিৎ ও তাঁর সঙ্গী কালু মিলে দুই নাবালিকার যৌন হেনস্থা করেছিলেন। কালুর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, ধৃত বিশ্বজিৎ-কে শুক্রবারই আদালতে তোলা হয়েছে।