• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহতরা ভর্তি হাসপাতালে

প্রত্যক্ষদর্শীদের দাবি, লেন ভেঙে যে গাড়িটি অন্য লেনে ঢুকে পড়েছিল সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক। সোমবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এর জেরে কিছুক্ষণের জন্য মা উড়ালপুল ও এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা গিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের কাছে মা উড়ালপুলে একটি টাটা নেক্সন গাড়ি হঠাৎ লেন ভেঙে অন্য লেনে ঢুকে যায়। সেই সময় কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে একটি টাটা সুমো গাড়ি পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। এরপরই ওই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে টাটা নেক্সন গাড়িটি দুমড়েমুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লেন ভেঙে যে গাড়িটি অন্য লেনে ঢুকে পড়েছিল সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

উল্লেখ্য, মা উড়ালপুলের দুটি লেন দিয়েই একমুখে যান চলাচল করে । তাহলে কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিন টাটা সুমো গাড়িটিতে তথ্য প্রযুক্তি সংস্থার ৯–১০ জন কর্মী ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।