তিলজলা থেকে প্রচুর সিমকার্ড, নগদ-সহ দুজ’নকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা সাইবার অপরাধ ঢাকতে নিরীহ ইউজারদের ব্যবহার করে তাঁদের নামে সিমকার্ড সক্রিয় করার কাজ করত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল। প্রচুর পরিমাণে সিমকার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মোবাইল ফোন এবং প্রায় ২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়।
অভিযোগ উঠেছিল, জাল সিম কার্ডের মাধ্যমে সাইবার জালিয়াতি চালানো হচ্ছে। সেই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। একের পর এক অভিযান চালান তদন্তকারীরা। তিলজলা থানা এলাকায় ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পিকনিক গার্ডেনের বাসিন্দা শুভেন্দু গায়েন নামে বছর তিরিশের ওই যুবকের তিলজলার কুষ্টিয়া রোডে দোকান রয়েছে। অভিযোগ, সেই যুবক এমন ইউজারদের নামে জাল সিম ইস্যু করে, যাদের কোনও সন্দেহই হবে না। এরপর সেই সমস্ত সিম সে মোটা টাকার বিনিময়ে সাইবার অপরাধীদের হাতে তুলে দেয়।
শুভেন্দুকে জেরা করেই জিতেন্দ্রর নাম উঠে আসে। সোমবার বিধান সরণি এলাকায় আগরওয়াল কমিউনিকেশনের অফিস থেকে বছর তেতাল্লিশের জিতেন্দ্র আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৫২ টি সিমকার্ড, একটি মোবাইল, দুটি স্ক্যানার ও নগদ সাড়ে ৪৩ হাজার টাকা। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরা করে ল সিমকার্ড চক্র সম্পর্কে আরও বড়সড় কোনও খবর মিলতে পারে।
গত মাসেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক একটি রিপোর্টে দাবি করেছিল, বেআইনি সিমের ব্যবহারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের ১৩ লক্ষ ৫৯ হাজার ৯৩৪টি সিম কার্ড বাতিল করা হয়েছে। মন্ত্রকের দাবি, পশ্চিমবঙ্গের ৪ লক্ষ ৫ হাজার ৩০৭ জনের নামে ৯টি করে সিম কার্ড রয়েছে। এ ধরনের সিমগুলি ব্যবহার করেই সাইবার প্রতারণা করা হচ্ছে বলে মনে করছে মন্ত্রক।