এবার সাইবার প্রতারণার ফাঁদে খোদ কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা! সূত্রের খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি সাইবার প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা হারিয়েছেন। কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণা করে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতারণার শিকার হয়ে তিনি বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের বাসিন্দা, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি প্রাণকৃষ্ণ ঘাটা ২৬ নভেম্বর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এক ব্যক্তি ফোন করে নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। ফোনের কথোপকথনের মাধ্যমে ওই ব্যক্তি কৌশলে তাঁকে কেওয়াইসি আপডেটের জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করেন।
অ্যাপটি ডাউনলোড করার পরই তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে মোট ১১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ঘটনা বুঝতে পেরে তৎক্ষণাৎ থানায় অভিযোগ জানান প্রাক্তন এসিপি।
মামলাটি বিধাননগর সাইবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে সাইবার পুলিশ দুই অভিযুক্ত—শুভ্রাংশ মাঝি ও অর্কপ্রভ রায়চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না।