• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

ধানজমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু আদিবাসী যুবকের, হাসপাতালে প্রেমিকা

দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাখালির অন্তর্গত বোড়িয়ার বাসিন্দা আদিবাসী যুবক রোহিত ছিলেন ফুটবল খেলোয়াড়। বিভিন্ন জায়গায় তিনি ম্যাচ খেলতে যেতেন।

প্রতীকী চিত্র

ইঁদুরের উপদ্রব আটকাতে ধানজমির আলে ফেলে রাখা হয়েছিল বিদ্যুতের তার। প্রেমালাপে ব্যস্ত ২২ বছরের রোহিত মাহাতো টের পাননি আগত বিপদের। আচমকাই বিদ্যুতের তারে পা পড়ে গিয়েছিল তাঁর। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই আদিবাসী যুবকের। প্রেমিককে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনাখালির বোড়িয়া এলাকায়। ঘটনায় জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাখালির অন্তর্গত বোড়িয়ার বাসিন্দা আদিবাসী যুবক রোহিত ছিলেন ফুটবল খেলোয়াড়। বিভিন্ন জায়গায় তিনি ম্যাচ খেলতে যেতেন। বুধবার ছোট মোল্লাখালির গ্রামে সঙ্গীদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলেন রোহিত। কিন্তু ফেরার সময় সঙ্গীদের সঙ্গে তিনি ফেরেননি। সঙ্গীদের জানিয়েছিলেন, তিনি পরে ফিরছেন।

সূত্রের খবর, ওই গ্রামেরই এক যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। আর তাঁর সঙ্গেই দেখা করার জন্য তিনি ওখানে থেকে গিয়েছিলেন। বিকেলে গ্রামেরই এক ধানক্ষেতে রোহিত এবং তাঁর প্রেমিকা ঘুরে বেড়াচ্ছিলেন। জমির আলে ইঁদুরের উৎপাত আটকানোর জন্য রাখা হয়েছিল বিদ্যুতের তার। পা পিছলে সেই তারেই পা ফেলেন রোহিত। আর তখনই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। প্রেমিকের এমন বিপদে পাশে ছিলেন প্রেমিকা। প্রাণপণ চেষ্টা করেছিলেন রোহিতকে বাঁচানোর। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকা নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। রাত হয়ে যাওয়ায় ঘটনাটি সকলের নজর এড়িয়ে গিয়েছিল। দুজনের পরিবারই খোঁজাখুঁজি শুরু করে। পরে, বৃহষ্পতিবার সকালে জমি থেকে তাঁদের উদ্ধার করা হয়।

সকালে স্থানীয়দেরই প্রথম নজরে আসে যে, জমিতে এক যুবক ও যুবতী লুটিয়ে পড়ে আছে। তাঁরা অবিলম্বে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যুবকটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে, মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাঁর যমে মানুষে টানাটানি অবস্থা। অন্যদিকে, জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। ইঁদুর আটকাতে খোলা ধানজমিতে এমন পথ অবলম্বন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।