জঞ্জাল সাফাইয়ের পরিষেবা ব্যয় ছাড়া মিলবে না ট্রেড লাইসেন্স, নয়া নীতি কলকাতা পুরসভার

ফাইল চিত্র

জঞ্জাল সাফাইয়ের পরিষেবা খরচ আগাম দিতে হবে ব্যবসায়ীদের। না হলে মিলবে না ট্রেড লাইসেন্স। যত বছরের ট্রেড লাইসেন্স, তত বছরের জঞ্জাল সাফাই খরচ লাগবে। নয়া ফরমান জারি কলকাতা পুরসভার। ৫০০ বর্গফুট অথবা তার বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি সার্ভিস চার্জ লাগু করেছে জঞ্জাল সাফাই বিভাগ। শহরের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অনলাইনে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে একটি গেজেট প্রকাশ করতে চলেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর।

এবিষয়ে পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জঞ্জাল সাফাই বাবদ রাজস্ব আদায় হয়েছে ৬৪ কোটি টাকা। যার মধ্যে সার্ভিস চার্জ বাবদ আদায় হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। যদিও শহরের অসংখ্য বাণিজ্যিক সংস্থা এখনও জঞ্জাল সাফাই বিভাগের সার্ভিস চার্জের বাইরে। এইসব সংস্থাকে কর কাঠামোর আওতায় আনতে ট্রেড লাইসেন্স ফি-র আওতায় আনা হয়েছে। অনেক বাণিজ্যিক সংস্থা একবারে পাঁচ থেকে দশ বছরের ট্রেড লাইসেন্স ফি দিতে চায়, এরফলে যাতে জঞ্জাল সাফাই ফি বাদ না পড়ে, সেজন্য ঐসব সংস্থার থেকে আগাম টাকা নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যত বছরের ট্রেড লাইসেন্স, তত বছরের জঞ্জাল সাফাই ফি দিতে হবে।

প্রসঙ্গত নিয়ম অনুযায়ী, ট্রেড লাইসেন্স পেতে গেলে সার্ভিস চার্জ দেওয়া বাধ্যতামূলক। এই চলতি নিয়মকে আরও শক্তিশালী করতে গেজেট নোটিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়র পারিষদ বৈঠকে। গত সপ্তাহেই সেই বৈঠক হয়। যদিও সেটি এখনও পুর অধিবেশনে অনুমোদন প্রক্রিয়া বাকি রয়েছে। তবে বসবাড়ির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় বলে জানা গিয়েছে।