পুরনো শত্রুতার জের! প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনায় জোড়াবাগান পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। যদিও বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যার দিকে জোড়াবাগান থানার মুরগিপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিলেন অমিত সোনকার (৩৪) ওরফে খরগোশ। অভিযোগ, সেই সময় তাঁর উপর চড়াও হয়ে হঠাৎ করেই চপার চালাতে থাকে এলাকার বেশ কয়েকজন যুবক। তাদের নাম উত্তম সোনকার, রাজীব সোনকার, মনোজ সোনকার, অবিনাশ সোনকার এবং সঞ্জয় চক্রবর্তী বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ করেন আহত কার্ত্তিক।
Advertisement
তদন্তে নেমে ইতিমধ্যেই উত্তম সোনকার, অবনাশ সোনকার এবং সঞ্জয় চক্রবর্তী নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কী কারণে খুনের চেষ্টা? তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। যদিও স্থানীয় সূত্রে খবর, কার্ত্তিকের সঙ্গে আগে থেকেই ঝামেলা ছিল অভিযুক্ত উত্তমের। আর সেই পুরনো শত্রুতা থেকেই এই হামলা বলে দাবি স্থানীয়দের।
Advertisement
Advertisement



