• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

কলকাতার লেক ক্লাবে ইআইএমজি কনকর্স ডি’এলিগেন্স

১২ জানুয়ারি, রবিবার শহরের সমস্ত রাস্তা দ্য লেক ক্লাবের দিকে নিয়ে যাবে। এর কারণ হেরিটেজ কার শো - ইআইএমজি কনকর্স ডি'এলিগেন্স ২০২৫।

১২ জানুয়ারি, রবিবার কলকাতা শহরের সমস্ত রাস্তা দ্য লেক ক্লাবের দিকে যাবে। এর কারণ হেরিটেজ কার শো – ইআইএমজি কনকর্স ডি’এলিগেন্স ২০২৫। বার্ষিক হেরিটেজ এই শোয়ে অংশ নেবে ৯০টির বেশি চমকপ্রদ বিদেশি যানবাহন। দ্য লেক ক্লাব এবং এসিই কমার্শিয়ালের সহযোগিতায় ইস্টার্ন ইন্ডিয়া মোটরিং গ্রুপ (ইআইএমজি) এই শোয়ের চতুর্থ সংস্করণের আয়োজন করছে।

লেক ক্লাবের বিস্তৃত সবুজ লন ছাড়াও পিছনে ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবর এবং পরিষ্কার নীল আকাশের মাঝে দাপিয়ে বেড়াবে এই সব হেরিটেজ গাড়িগুলি। বিরল রোলস রয়েসের ঝলক দেখে চমকে যাবেন সকলে। যোগেশ আগরওয়ালের মালিকানাধীন একটি শতাব্দী প্রাচীন ১৯২৫ এসি রয়্যাল এতে যোগ দেবে। এটি কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি, যা ১৯৬৮ সাল থেকে বিভিন্ন র‍্যালিতে অংশ নিচ্ছে।

তমালিকা নাহার মালিকানাধীন ১৯৩৮ রোলস রয়েস ২৫/৩০ এই নিয়ে টানা দ্বিতীয়বার ইআইএমজি কনকর্স ডি’এলিগেন্স-এ অংশ নেবে। এই অভাবনীয় গাড়িটি গত বছরের কনকর্সে দ্য বেস্ট অফ শো জিতেছে। ইআইএমজি কনকর্স-এর আরেক আকর্ষণ ১৯৪৮ প্লাইমাউথ স্পেশাল ডিলাক্স। একসময় কিংবদন্তী সংগীত শিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এই গাড়িটি চালিয়েছিলেন। এখন এটি এসকে লাহিড়ির মালিকানাধীন। লাহিড়ি পরিবার ১৯৭০-এর দশকের শুরুর দিকে এটি কেনে। আদর করে এই গাড়ির নাম রাখা হয়েছে ‘নীলু’। এ পর্যন্ত গাড়িটি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়।

আজম মোনেমের মালিকানাধীন একটি বিরল ১৯৪৮ বেন্টলি মার্ক ৬ এই বছর কনকর্স-এ আত্মপ্রকাশ করতে প্রস্তুত। সৌরজ্য প্রতীম মিত্রের ১৯৩৭ ফোর্ড ৭ ডাব্লু ১০-ও এই বছর ইআইএমজি কনকর্সে ফিরে আসতে চলেছে। একসময় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের মালিকানাধীন ছিল ১৯৬৩ সালের ট্রায়াম্ফ স্পিটফায়ার গাড়ি। এখন এর মালিক সৈকত দত্ত। কলকাতা সার্কিটে বরাবরই এটি একটি জনপ্রিয় গাড়ি।

দ্য লেক ক্লাব ইআইএমজি কনকর্স ডি’এলিগেন্স ২০২৫-এ অংশ নেওয়া অন্যান্য উল্লেখযোগ্য গাড়িগুলি হল – রাজা মুখোপাধ্যায়ের মালিকানাধীন ১৯৩৭ সালের রোলস রয়েস ফ্যান্টম ৩, অভিক নাহার ১৯৪৮ বুইক সুপার ৮, সিদ্ধার্থ স্বরূপের ১৯৪৭ ওলসলে ১৪, শর্মিষ্ঠা হাজরার ১৯৬৫ হিলম্যান ইম্প, পৃথ্বীনাথ ঠাকুরের ১৯৫৮ সালের মার্সিডিজ-বেঞ্জ ১৮০এ, শুভজিৎ কুমারের মালিকানাধীন ১৯৬৪ সালের স্ট্যান্ডার্ড হেরাল্ড এবং সরোজেশ মুখোপাধ্যায়ের ১৯৫৯ সালের ফোর্ড জেফির।

লেক ক্লাব দ্য লেক ক্লাব এবং এসিই কমার্শিয়ালের সহযোগিতায় ইস্টার্ন ইন্ডিয়া মোটরিং গ্রুপ (ইআইএমজি)-এর উদ্যোগে আয়োজিত এই শো দর্শকদের মন কাড়বেই। বিশেষ ধন্যবাদ লেক ক্লাবের সভাপতি তমাল মুখোপাধ্যায়, যুগ্ম সম্পাদক, সুব্রত গুহ, দেবব্রত দত্ত এবং ক্লাবের সকল কমিটির সদস্যদের। ইআইএমজি সচিব শ্রী শুভজিৎ কুমার, ইআইএমজি কমিটির সদস্য অভিক নাহাও কর্মকাণ্ডও প্রশংসনীয়।

ইস্টার্ন ইন্ডিয়া মোটরিং গ্রুপ (ইআইএমজি), হেরিটেজ যানবাহন সংগ্রাহক এবং রূপ পরিবর্তনের কাজ করা একটি গ্রুপ। বিশিষ্ট ভিন্টেজ কার কালেক্টর শ্রীবর্ধন কানোরিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি। ইআইএমজির সেক্রেটারি হলেন শুভজিৎ কুমার। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করবেন শ্রীবর্ধন কানোরিয়া। ৩৯টি ট্রফি প্রদান করা হবে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে। এছাড়া থাকছে বেস্ট অফ শো পুরস্কার।

আরও তথ্যের জন্য কল করুন: শ্রীবর্ধন কানোরিয়া, সভাপতি, ইআইএমজি – ৯৮৩০৮৩০০০০