যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হচ্ছিল না দরজা, হাওড়া ময়দানে ২০ মিনিট আটকে মেট্রো

যান্ত্রিক ত্রুটির কারণে ফের অফিস টাইমে প্রবল ভোগান্তির শিকার মেট্রোর যাত্রীরা। হাওড়া ময়দান স্টেশনের ঘটনা । জানা গিয়েছে, মেট্রোর দরজা বন্ধই হচ্ছিল না। অবশেষে চালক নেমে এসে ম্যানুয়াল পদ্ধতিতে দরজা বন্ধ করেন। নির্দিষ্ট সময়ের প্রায় ২০ মিনিট পর ট্রেনটি ছাড়ে। এর জেরে অফিস টাইমে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।

জানা গিয়েছে, বুধবার ১০টা ১৫ মিনিটে হাওড়া ময়দান থেকে মেট্রোটি ছাড়ার কথা ছিল। অফিস টাইমে ট্রেনটি ছিল ভিড়ে ঠাসা। কিন্তু মেট্রোর একটি দরজা কিছুতেই বন্ধ হচ্ছিল না। প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হলেও কোনওভাবেই দরজাটি বন্ধ করা যাচ্ছিল না। এরপর চালক নেমে এসে ম্যানুয়াল পদ্ধতিতে মেট্রোর দরজা বন্ধ করেন। এরপর হাওড়া ময়দান মেট্রো স্টেশন ছাড়ে ট্রেনটি।