• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

যাদবপুরে হস্টেলে র‍্যাগিংয়ে ছাত্র মৃত্যু, অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ

মৃত ছাত্রের আইনজীবী নভনীল দে অভিযুক্ত অঙ্কনের জামিনের বিরোধিতা করে বলেন, ‘কলকাতা পুলিশের সিট জানিয়েছে, ছ’মাসের মধ্যে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শেষ করবে।'

ফাইল চিত্র।

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অঙ্কন সরকারের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে অভিযুক্তদের বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

যদিও জামিন না মেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র অঙ্কনের পড়ার ক্ষতি হচ্ছে বলে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। অভিযুক্তের আইনজীবীর এই দাবির জবাবে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন, র‍্যাগিং পুরোপুরি বন্ধ হওয়া উচিত। এদিকে মৃত ছাত্রের আইনজীবী নভনীল দে অভিযুক্ত অঙ্কনের জামিনের বিরোধিতা করে বলেন, ‘কলকাতা পুলিশের সিট জানিয়েছে, ছ’মাসের মধ্যে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শেষ করবে। র‍্যাগিংয়ের মতো গুরুতর অপরাধে অভিযুক্তদের জামিন না-হওয়াই কাম্য।’

এরপরই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা অভিযুক্ত অঙ্কন সরকারের জামিন নাকচ করে দেন। পাশাপাশি তাঁরা বলেন, ‘ছ’মাস বাদে অভিযুক্ত জামিনের আবেদন জানাতে পারবেন।’

উল্লেখ্য, র‍্যাগিংয়ের জেরে প্রাণ যাওয়া নাবালক ছাত্রটি নদিয়ার মফস্‌সল থেকে বাংলায় স্নাতক শিক্ষাক্রমে পড়তে আসেন। ঘটনার সময় তাঁর বয়স ছিল আঠারো বছরেরও কম। সেজন্য মেন হস্টেলের তেতলা থেকে পড়ে তাঁর রহস্যজনক মৃত্যু হয়। বিষয়টি নিয়ে পকসো আদালতে ১৩ জন অভিযুক্তের বিচার প্রক্রিয়া চলছে। এই মামলায় এখনও ১৫ জনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। ফলে এখনও অভিযুক্তরা জামিন পেলে তদন্তের কাজে বাধা সৃষ্টি হতে পারে। যার জেরে বিচার প্রক্রিয়া ধাক্কা খাবে বলে আইনজীবীদের একাংশের ধারনা।