• facebook
  • twitter
Friday, 4 April, 2025

‘দাগি’ বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলির প্রতিবাদে কর্মবিরতি

প্রতিবাদী আইনজীবীদের অভিযোগ, এভাবে দুর্নীতির অভিযোগে বিতর্কিত বিচারপতিদের বদলির ফলে কলকাতা হাইকোর্টের সুনাম ও গরিমা ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

ফাইল চিত্র

নিজের সরকারি আবাসে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মাকে নিয়ে তোলপাড় গোটা দেশ। আর ঠিক সেই মুহূর্তে রাজধানীর উচ্চ আদালতের আর এক বিচারপতি দীনেশকুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালনে সামিল হয়েছেন। বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, যে বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। প্রতিবাদী আইনজীবীদের দাবি, অবিলম্বে এই বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কারণ, কলকাতা হাইকোর্ট কোনও ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয়।

কার্যত কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সমস্ত সংগঠন বিচারপতি দীনেশ কুমারের বদলির সিদ্ধান্তে সরব হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে পর্যন্ত তাঁরা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নি। প্রতিবাদী আইনজীবীদের অভিযোগ, এভাবে দুর্নীতির অভিযোগে বিতর্কিত বিচারপতিদের বদলির ফলে কলকাতা হাইকোর্টের সুনাম ও গরিমা ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার বিরুদ্ধে একাধিক অনৈতিক সিদ্ধান্তের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘অনৈতিকভাবে’ কিংবা রস্টার পরিবর্তনের পরেও নিয়ম বহির্ভূতভাবে এমন কিছু মামলা নিজের দায়রায় রেখে দিতেন, যেখান থেকে আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। সম্প্রতি এই বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর নাম বিতর্কিত হওয়ায় এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দীনেশ কুমার শর্মার এই বদলির সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছেন। তাঁদের অভিযোগ, এটা ডাম্পিং গ্রাউন্ড নয়। অতীতেও একাধিক এমন বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল, যাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে। সুপ্রিম কোর্টকে আইনজীবীরা জানান, রাজ্যের বিচারব্যবস্থার উন্নতিতে সেইসব বিচারপতিদের কোনও ভূমিকা ছিল না।

News Hub