শহরের রাস্তায় দিনের বেলায় গাড়ির সারি, তাতে আটকে যান চলাচল। এ যেন রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভবানীপুরের একাধিক রাস্তায় বেআইনি পার্কিংয়ের জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এবার এই সমস্যা মেটাতে কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ নিল। লালবাজারে চিঠি দিয়ে বেআইনি পার্কিং বন্ধের দাবি জানানো হয়েছে।
পুরসভা সূত্রে খবর, ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনারকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভবানীপুরের ৭০, ৭১, ৭২ ও ৭৩ নম্বর ওয়ার্ডের পাঁচটি প্রধান রাস্তায় নিয়ম ভেঙে পার্কিং করা হচ্ছে। এর ফলে শুধু সাধারণ মানুষই নন, জরুরি পরিষেবার গাড়িগুলিও চলাচলে সমস্যায় পড়ছে। চিহ্নিত রাস্তাগুলোর মধ্যে রয়েছে রমেশ মিত্র স্ট্রিট, টাউনসেন্ড রোড, পদ্মপুকুর রোড, চক্রবেরিয়া রোড এবং শম্ভুনাথ পণ্ডিত থেকে আশুতোষ মুখার্জি রোড পর্যন্ত বিস্তীর্ণ অংশ।
এই সমস্যা নতুন নয়। পুরসভার দাবি, আগেও শহরের বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিং সরাতে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছিল। বিশেষ করে থানার বাইরে ফেলে রাখা আটক গাড়িগুলি নিয়ে আপত্তি তুলেছিল পুরসভা। কারণ বছরের পর বছর এই গাড়িগুলি পড়ে থাকায় তা নষ্ট হচ্ছে এবং আশপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মশার উপদ্রব বাড়ছে, যা ডেঙ্গুর মতো রোগের আশঙ্কা তৈরি করছে।
যদিও পুলিশের তরফে কিছু এলাকায় অভিযান চালানো হয়েছিল। তবে অনেক জায়গাতেই সমস্যা থেকে গেছে। পুরসভার এক আধিকারিক জানান, বেআইনি পার্কিং বন্ধ করার দায়িত্ব দিনের বেলায় পুলিশের, আর রাতে পুরসভা অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। কিন্তু ভবানীপুরে দিনে পার্কিং সমস্যা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, এবার পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। লালবাজারকে সে কথাই মনে করিয়ে দিয়েছে কলকাতা পুরসভা।