বর্ষশেষেও অব্যাহত গতির তাণ্ডব, পুলিশে নথিভুক্ত কয়েক হাজার কেস

ফাইল চিত্র।

“গানের ছন্দে চলুক গাড়ি, অন্য নেশায় বিপদ ভারী”। শহরের সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই স্লোগানকেই হাতিয়ার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু তার পরেও শহরে মানুষের মধ্যে অভাব ছিল সচেতনটার। আর সেই ছবিটাই আরও প্রকট হল চলতি বর্ষের শেষ লগ্নেও।

কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত মাত্র ৪ দিনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, র‍্যাশ ড্রাইভিং, বেপরোয়া গতি, সিগন্যাল ভাঙা, হেলমেট ছাড়া বাইক চালানোসহ একাধিক অপরাধে কলকাতা পুলিশ কেস নথিভুক্ত করেছে ৪৫৯২৭টি, যা দেখে রীতিমতো স্তম্ভিত লালবাজারের কর্তারাও।

লালবাজার সূত্রে খবর, শুধু মাত্র সিগন্যাল অমান্য করার জন্য কেস নথিভুক্ত হয়েছে ৭১৬৬টি। এর পরেই রয়েছে হেলমেট বিহীন সওয়ারি। যার জন্য ৪৬০৯টি কেস নথিভুক্ত করেছে পুলিশ। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গতির জন্য কেস নথিভুক্ত হয়েছে যথাক্রমে ২৩৭ এবং ৫৩৬টি। নো এন্ট্রিতে প্রবেশের জন্য জরিমানা করা হয়েছে ২৪৬টি যানকে।


প্রসঙ্গত, কলকাতা পুলিশের তরফ থেকে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে যেমন অতিরিক্ত ৪৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে, ঠিক একই ভাবে চালানো হচ্ছে প্রতিটি ট্রাফিক গার্ডের এলাকায় নাকা চেকিং। কিন্তু তাতেও বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই আমজনতার মধ্যে।