বহিরাগতদের প্রবেশ রুখতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল বিশেষ আই কার্ড। আরজি কর মেডিক্যালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনার পর সরকারি হাসপাতালে বহিরাগত দৌরাত্ম্যের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশ বন্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানান পড়ুয়া ও অধ্যাপকেরা। এবার চিকিৎসক ও পড়ুয়াদের দাবি মেনে বিশেষ আই কার্ড চালুর পথে হাঁটল এনআরএস মেডিক্যাল কলেজ।
সূত্রের খবর, ডাক্তারি পড়ুয়াদের জন্য কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু করা হচ্ছে। এনআরএস কর্তৃপক্ষের আশা, এই কার্ড চালু হলে অবাঞ্ছিত বহিরাগতরা সহজে কলেজে প্রবেশ করতে পারবে না। এর ফলে বহিরাগত দৌরাত্ম্য ঠেকানো যাবে। ইতিমধ্যেই এনআরএস কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড সংগ্রহ করার জন্য পড়ুয়াদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিও জারি করেছে।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল-সহ সব বিভাগের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউআর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। কিউআর কোর্ডে রেটিনা স্ক্যানের ব্যবস্থা থাকছে। ফলে একজনের কার্ড নিয়ে অন্যজন প্রবেশ করার কোনও সম্ভাবনা নেই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।