আইপিএলের জন্য শহরবাসীদের সুবিধার্থে পরিবহনের ক্ষেত্রে রাজ্য পরিবহন দপ্তর বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। ম্যাচের দিনে বিশেষ ট্রেন, মেট্রোর ব্যবস্থার পাশাপাশি এবার বাড়তি বাসেরও ঘোষণা করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৩টি বিশেষ বাস চলবে। খেলা দেখে ফিরতি পথে এসপ্ল্যানেড থেকে বাস ধরতে পারবেন যাত্রীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিনেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই এদিন থেকেই শুরু বিশেষ বাস পরিষেবা।
ইডেনে আইপিএলের মোট সাতটি ম্যাচ হবে। আর প্রতিটি ম্যাচেই যাত্রীদের এই বিশেষ বাস পরিষেবা মিলবে। জানা গিয়েছে, নিউটাউন, ডানলপ, এয়ারপোর্ট, বারাসাত, ঠাকুরপুকুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, গড়িয়া, হাওড়া, কামালগাজি, হরিদেবপুর, টিকিয়াপাড়া, বেলেঘাটার মতো একাধিক রুটে এই বাসগুলি চলবে। ইডেন চত্বর থেকেই বাসগুলি পাওয়া যাবে। নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া দিতে হবে। ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। এই দিনগুলির পাশাপাশি ২৩ মে কোয়ালিফায়ার এবং ২৫ মে ফাইনালের দিনও বিশেষ বাস পরিষেবা সরবরাহের ব্যবস্থা থাকছে।