কলকাতা পুরসভা থেকে আবারও উদ্ধার হলো সাপ। বুধবার সকালে পুরসভার সদর দপ্তরের প্রিন্টিং বিভাগে আচমকাই নজরে আসে প্রায় দু’ফুট লম্বা একটি সাপ। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দপ্তরে। পুরসভার কর্মীরা দ্রুত বন দপ্তরে খবর দেন।
পুরসভার এক কর্মী জানান, সকাল ১০টার দিকে প্রিন্টিং বিভাগ খোলা হয়। এরপর সাড়ে ১০টা নাগাদ একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন তাঁরা। আতঙ্ক ছড়িয়ে পড়তেই দ্রুত ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সবাইকে বাইরে বের করে দেওয়া হয়। খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
পুরসভার নিরাপত্তারক্ষী নিরুপম ভট্টাচার্য জানান, তিনিই প্রথম সাপটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে সতর্ক করেন বাকিদের। এরপর কেয়ারটেকারকে খবর দেওয়া হয়, পাশাপাশি বন দপ্তরকেও জানানো হয়।
প্রসঙ্গত, পুরভবনে এর আগেও একাধিকবার সাপের দেখা মিলেছে। গত বছর নভেম্বরে ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরেই সাপ ঢুকে পড়েছিল। তারও আগে মার্চ মাসে ট্রেজারি বিভাগে পাওয়া গিয়েছিল বিশাল আকৃতির এক সাপ।
বন দপ্তরের কর্মীদের মতে, উদ্ধার করা সাপটি বিষধর নয়। এটির নাম বেত আঁচড়া। তবে পুরসভায় বারবার সাপের দেখা মেলায় চিন্তিত কর্মীরা। পুরসভা ভবনে কীভাবে এই সরীসৃপ ঢুকে পড়ছে, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকেই।