সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে তৃণমূল কাউন্সিলরের  বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ শুভেন্দুর

নির্মীয়মাণ ফ্ল্যাটের প্রতি স্কোয়ারফুটে ৮০ টাকা দাবি করার অভিযোগে এক তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও প্রকাশ করে এই অভিযোগ তোলেন। যদিও কাউন্সিলর ছন্দা সরকার এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন।

এমনকি শুভেন্দু অধিকারীর নামে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিরোধী দলের নেতা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি ছন্দা সরকার প্রোমোটারের সঙ্গে দরদাম করছেন। ভিডিওতে ফ্ল্যাটের প্রতি স্কোয়ারফুটের জন্য ৮০ টাকা দাবি করতে শোনা যায়।

ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, ‘তোলাবাজি আর তৃণমূল সমার্থক। এবার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যকলাপ দেখুন, যিনি প্রোমোটারের সঙ্গে এভাবে দরদাম করছেন।’


তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটা একেবারে মিথ্যা প্রচার। আমি এমন কোনো কাজ করিনি, আর করবও না। শুভেন্দু অধিকারীর যদি সাহস থাকে, আমার সামনে এসে কথা বলুক। আমি জানি কীভাবে এইসব অপবাদের মোকাবিলা করতে হয়।’

এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি কেন ওঁর বাড়িতে যাব? সেখানে তো তদন্তকারী সংস্থা যাবে। উনি মামলা করতে পারেন। আমি নিজেই বলব ভিডিওটি ফরেনসিকে পাঠাতে, আর যদি প্রমাণ হয় যে আমি ভুল, আমি ক্ষমা চাইব।’