বেপরোয়া গতির বলি সপ্তম শ্রেণির ছাত্র

প্রতীকী চিত্র

রাজ্যে ফের বেপরোয়া গতির বলি এক স্কুলছাত্র। বুধবার সকালে তারকেশ্বরের চাঁদপুর এলাকায় দ্রুতগতির লরির ধাক্কায় প্রাণ হারাল ১৩ বছরের দ্বীপ কোলে। ধনিয়াখালির নন্দকুটি এলাকার বাসিন্দা দ্বীপ মহেশপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেলে চেপে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি দ্বীপকে ধাক্কা দেয়। অভিযোগ, ধাক্কার পর চালক লরি থামাননি এবং নাবালকটি লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দ্বীপকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ঘাতক লরিটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় বাসিন্দারা চালকের কঠোর শাস্তি এবং মৃত ছাত্রের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি।”
পুলিশ জানিয়েছে, ঘাতক লরি এবং চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।