এবার শহরে অভিনব কায়দায় প্রতারণার শিকার হলেন তরুণী নৃত্যশিল্পী। অভিযোগ, নাচের অনুষ্ঠানের কথা জানিয়ে মাদক খাইয়ে লুট করা হয় সোনার গয়না। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যেই এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, পেশায় নৃত্যশিল্পী ওই তরুণীর বাড়ি নদিয়ার নাকাশিপাড়ায়। তাঁকে ফোন করে অনুষ্ঠানে নাচের প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি হতেই গত ২ ডিসেম্বর ডাকা হয় শরৎ বোস রোডের এক হোটেলে। অভিযোগ, প্রথমে সব কিছু ঠিক থাকলেও পরে তাঁকে রাতে খাবার জন্য জোর করতে থাকে মহিলা। খাবারের আসরে যোগ দেয় এক যুবক।
অভিযোগ, পানীয়ের মধ্যে কিছু নেশাজাত দ্রব্য মিশিয়ে তাঁকে খেতে বাধ্য করা হয়। তার পরেই বেহুঁশ হয়ে যান তরুণী। হুঁশ ফিরলে দেখেন, খোয়া গিয়েছে তাঁর পাঁচটি সোনার আংটি, তিনটি গলার হার এবং স্মার্টফোন। সূত্রের খবর, এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যশোর রোডের এক হোটেলে আবারও প্রতারণার ফাঁদ পেতেছে ওই তিন প্রতারক।
সেই মতো যশোর রোডের হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত মহিলা-সহ সুনীল তিওয়ারি এবং রাহুল নস্কর নামে তিনজনকে। তাদের আদালতে তোলা হলে, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে চলছে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের কাজও।