আরজি কর কান্ডের প্রতিবাদে আবারও রাজপথে মানুষের ঢল। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বিচারের দাবিতে পথে নামলেন কলকাতার কয়েকটি নামী জীবনবিমা সংস্থার কর্মীরা। কর্মীদের সঙ্গে পায়ে পা মেলালেন তাঁদের আত্মীয় এবং বন্ধুরা। গড়িয়াহাট সিংহী প্যালেসের পাশ থেকে শুরু হয়ে রাসবিহারী মোড়ে কালীঘাট মেট্রো স্টেশন পর্যন্ত চলে এই নাগরিক মিছিল। মিছিলে স্লোগান ওঠে, “তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর।” মিছিলের অন্যতম উদ্যোক্তা অয়ন চক্রবর্তী বলেন, “অভয়ার জন্য ন্যায়ের দাবীতে আজ আমরা পথে নেমেছি। কোনও সংস্থা বা কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত তাগিদে আজ আমরা রাজপথে। আমাদের এই প্রতিবাদ বন্ধ হবে না যতক্ষণ না এই ন্যায় বিচারের দাবী পূর্ণ হয় ।”