• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

আরজি কর : ডিএনএ নমুনা বিকৃত করা হয়েছে কি না জানতে চায় চিকিৎসকদের একাংশ

ডিএনএ নমুনার মাধ্যমে যাতে নির্যাতিতাকে চিহ্নিত করা না যায় তাই এই কাজ করা হয়েছে। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের এই রিপোর্টটি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফাইল চিত্র

আরজি করের নির্যাতিতার ডিএনএ–র নমুনা যথাযথ ছিল না বলে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে দাবি করা হয়েছিল। এবার এই রিপোর্টকে হাতিয়ার করে বড় প্রশ্ন তুলল চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, নিহত তরুণী চিকিৎসকের ডিএনএ নমুনায় ইচ্ছাকৃতভাবে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল কি না তা তদন্ত করে দেখা হোক।
বিশেষজ্ঞদের ধারণা, নমুনা সংগ্রহের সময় কোনও ভুল হয়ে থাকতে পারে। অথবা নমুনার সঙ্গে অন্য কিছু মিশে গিয়ে তা দূষিত হয়ে থাকতে পারে। এই রিপোর্টকে হাতিয়ার করেই আরও একটি অভিযোগ তুললেন চিকিৎসকরা। তাঁরা দাবি করেছেন, নিহত চিকিৎসকদের ডিএনএ নমুনায় ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এই বিষয়ে জানতে তদন্ত করে দেখা হোক।
আসল অভিযুক্তদের আড়াল করতেই ডিএনএ–র নমুনায় কিছু মেশানো হয়ে থাকতে পারে বলে অভিযোগ তুলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এই চিকিৎসক সংগঠনের দাবি, ডিএনএ নমুনার মাধ্যমে যাতে নির্যাতিতাকে চিহ্নিত করা না যায় তাই এই কাজ করা হয়েছে। উল্লেখ্য, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের এই রিপোর্টটি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সম্প্রতি, আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুন কাণ্ডে বিশেষ অ্যানালিটিক্যাল রিপোর্ট জমা দিয়েছে দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। সেই রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, আরজি করের ধর্ষণ–খুন কাণ্ড এক জনের পক্ষে ঘটানো অসম্ভব নয়।
News Hub