সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার। আর তারপরই, সরকারি দপ্তরে এবং সবরকম সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে পুরসভার অন্দরে শুরু হয়েছে আলোচনা।
জানা গিয়েছে, অদূর ভবিষ্যতে বদলে যেতে চলেছে ইংরেজি হরফে লেখা কলকাতা পুরসভার বোর্ড ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’। তার পরিবর্তে শুধুমাত্র বাংলা অক্ষরে লেখা থাকবে ‘কলকাতা পুরনিগম’।
শুধু তাই নয়, আগামী দিনে তিলোত্তমার বিভিন্ন দোকান এবং এলাকার নামও বাংলায় লেখার পরিকল্পনা করছেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। সেইসঙ্গে ভবিষ্যতে পুরসভার যাবতীয় অফিসিয়াল চিঠি-সহ অন্যান্য কাজও বাংলা ভাষাতেই করা হতে পারে বলে জানিয়েছেন কলকাতার মেয়র।
প্রসঙ্গত শনিবার ছিল পুরসভার মাসিক অধিবেশন। সেখানেই বাংলা ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় সরকারি সবক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের প্রসঙ্গটি তুলে ধরেন পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
বিশ্বরূপ মন্তব্য করেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিও দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন অকারণে ইংরেজি বয়ে বেড়াব? কেন গোটা গোটা বাংলা অক্ষরে পুরসভার নাম লেখা হবে না?’
বিশ্বরূপের এই প্রস্তাবকে সমর্থন জানান মেয়র। তিনি বলেন, ‘বিশ্বরূপ সঠিক কথায় বলেছেন। পুরসভার পাশাপাশি শহরের সব অফিস, দোকানের নামও বাংলায় করার ব্যবস্থা করা হবে। সরকারি কাজেও বাংলা ব্যবহার বাড়াতে হবে। শীঘ্রই এ ব্যাপারে আমরা সার্কুলার জারি করব’।