• facebook
  • twitter
Friday, 4 April, 2025

ফের যাদপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে র‍্যাগিং ও ধর্ষণের হুমকি

যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তাদের অনেকের বিরুদ্ধে দুই বছর আগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের র‍্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়েছে।

ফাইল চিত্র।

ফের বিতর্কে যাদপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসুকে নিয়ে অশান্তির রেশ কাটার আগেই এখানকার হোস্টেলে চূড়ান্ত বিশৃঙ্খলা। চার ঘন্টারও বেশি সময় ধরে এক ছাত্রকে ঘরবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ছাত্রটিকে র‍্যাগিংয়ের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত ‘র‌্যাগার’দের বিরুদ্ধেই এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ফিল্ম স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে এই মর্মে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। ছাত্রটি আগে ক্যাম্পাসে র‍্যাগিং কালচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করেছিলেন। সেই থেকেই তিনি র‍্যাগারদের টার্গেট হয়ে যান।

জানা গিয়েছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তাদের অনেকের বিরুদ্ধে দুই বছর আগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের র‍্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়েছে। এমনকি অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষীসাব্যস্ত। কিন্তু তাদের পক্ষে আদালতের রক্ষাকবচ রয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয় কোনওভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।

এদিকে এতসব কান্ড করার পরেও অভিযুক্তরা আইনের ধরা ছোঁয়ার বাইরে থাকার চেষ্টা করেছে। তারা আক্রান্ত ছাত্রকে দিয়ে জোর করে ‘কিছুই হয়নি’ মুচলেকা লিখিয়ে নিয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করতে বাধ্য করেছে।