• facebook
  • twitter
Monday, 16 September, 2024

তথ্য ও প্রযুক্তিতে পড়ুয়াদের ইন্টার্নশিপ এআই নিয়ে পর্যলোচনা ‘পিটিএ’-এর

ইচআর প্রধানদের সঙ্গে শীর্ষস্থানীয় আইটি কর্তাদের এক আলোচনা সভা সংগঠিত হয়৷ এইচআর অটোমেশন, জেন-এআই সহ এআই এবং ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটিকে ঘিরে ব্যবসা বৃদ্ধি এবং সাফল্যের নানা দিক উঠে আসে এই সম্মেলনে৷

পড়ুয়াদের ভবিষ্যতের পথ সুগম করার উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের প্রযুক্তি শিল্পে সুযোগ (ইন্টার্নশিপ) করে দেবে ফিল্যানথ্রোপিক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন (পিটিএ)৷ বর্তমানে ক্রমবর্ধমান প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ দেওয়া থেকে শুরু করে, প্রযুক্তিগত সক্ষমতা গডে় তোলা, সবটাই করবে এই সংগঠন৷ শুক্রবার সন্ধ্যা ৬ টায় ধর্মতলায় অবস্থিত একটি বেসরকারি হোটেলে বিশেষ ইভেন্টের আয়োজন করে পিটিএ৷ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি, বৈদু্যতিন ও পর্যটন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন৷

এদিনের সম্মেলনে পিটিএ কলকাতার বিভিন্ন কর্পোরেটের এইচআর প্রধানদের সঙ্গে শীর্ষস্থানীয় আইটি কর্তাদের এক আলোচনা সভা সংগঠিত হয়৷ এইচআর অটোমেশন, জেন-এআই সহ এআই এবং ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটিকে ঘিরে ব্যবসা বৃদ্ধি এবং সাফল্যের নানা দিক উঠে আসে এই সম্মেলনে৷ এই সম্মেলনে শীর্ষস্থানীয় সংস্থাগুলি তাঁদের সমস্যা কীভাবে সমাধান করবে, তা নিয়ে একত্রিত আলোচনা করেন ৫০ জন শীর্ষ সিআইও এবং ২০ জন এইচআর প্রধানরা৷

এই কর্মসূচিটি আইইইই কমিউনিকেশন সোসাইটি, সিআইও অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইনফোটেক সফটওয়্যার ডিলার্স অ্যাসোসিয়েশন (আইএসওডিএ) ন্যাসকম, ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই) -এর মতো বেশ কয়েকটি শিল্প সংস্থাকে নিয়ে আইটি ইকো-সিস্টেমের উপর ইতিবাচক প্রভাব ফেলার জন্য তাদের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করা হয়৷ আই. ই. ই কমিউনিকেশন সোসাইটি এবং পি. টি. এ-র মধ্যে এদিন একটি সমঝোতাপত্রও স্বাক্ষরিত হয়৷ এআই- এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার বার্তা দেন আইটি বিশেষজ্ঞরা৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া যাবেই বলে আশবাদী আয়োজকরা৷