সাংবাদিককে শ্লীলতাহানি! প্রতিবাদে সায়ন্তিকার নেতৃত্বে মিছিল তৃণমূলের

সাংবাদিককে ‘শ্লীলতাহানি’র অভিযোগে কাঠগোড়ায় বর্ষীয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। রবিবার এক সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ফেসবুক লাইভের মাধ্যমে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। আর তার পরই তড়িঘড়ি দলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় প্রাক্তন বিধায়ককে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেনশনেই থাকবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

তবে এই ঘটনায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতাদের পক্ষ থেকে একের পর এক পোস্ট করা হচ্ছে তন্ময়ের বিরুদ্ধে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের গ্রেপ্তারির আর্জি জানিয়েছেন।

এবার এই ইস্যুকে সামনে রেখেই এক ধাপ এগিয়ে পথে নামতে চলেছে শাসক শিবির। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে বরানগরের তৃণমূলের তারকা বিধায়ক, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়র নেতৃত্বে হতে চলেছে প্রতিবাদ মিছিল। সাংবাদিককে ‘শ্লীলতাহানি’র অভিযোগেই এই মিছিল সংগঠিত করা হয়েছে। বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের তৃণমূল কার্যালয় থেকে এই মিছিল শুরু হবে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, সাংবাদিককে ‘শ্লীলতাহানি’ র অভিযোগে সোমবার দিন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছে বরানগর থানার পুলিশ। আগামী কাল অর্থাৎ বুধবার ফের তাকে তলব করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

রবিবার দমদমের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে যান এক সাংবাদিক। সাক্ষাৎকার শুরু হওয়ার আগে শ্লীলতাহানির শিকার হন সেই সাংবাদিক। পরে ফেসবুক লাইভ করে পুরো ঘটনাটি বিস্তারিত জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরেন সেই সাংবাদিক। তারই ভিত্তিতে বরানগর থানায় দায়ের করা হয় অভিযোগ।

যদিও তন্ময় বাবুর দাবি, পরিকল্পিতভাবে তার নামে এই অভিযোগ তোলা হচ্ছে। তিনি আরও বলেন, দল তাকে এই ঘটনায় বহিষ্কার করেছে। তিনি তা মাথা পেতে মেনে নিচ্ছেন। যতদিন না পর্যন্ত এই ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন।

ঘটনার বিষয় বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার, এখনও চাইছি। তাঁরা এবারও মানববন্ধন করবেন তো? তাঁরা এবারেও রাত দখল করবেন তো? তাঁরা এবারও বিচার চাইবেন তো? আমরা সরব মণিপুরেও ছিলাম, আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, এখনও আছি।’

ঘটনার প্রতিবাদে আজ , মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের প্রধান কার্যালয়ে জমায়েত হবেন দলের কর্মী, সমর্থকরা। তার পর সেখান থেকেই সাংবাদিককে ‘ শ্লীলতাহানি ‘ র অভিযোগে করা হবে মিছিল।