আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বুধবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা বাংলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু সহ বিদ্যুৎ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা।
বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বেশ কিছু নির্দেশ দেন। সেগুলি হল– ১. বিদ্যুতের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে সমস্ত পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ। ২. সর্বত্র ২৪x৭ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ব্যবস্থা করা। ৩. ঝড়ের ফলে কোনও বিপর্যয় হলে তা দ্রুত স্বাভাবিক করা।
বিদ্যুৎমন্ত্রী এদিন জানান, বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত কোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে চালু হচ্ছে ডব্লিউ.বি.এস.ই.ডি.সি.এল. (WBSEDCL)-এর ২৪x৭ কন্ট্রোল রুম, যার নম্বরগুলো হলো – ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।