শহরের বুকে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের সঙ্গে প্রতারণা বাবা ও ছেলের! ঘটনায় স্তম্ভিত খোদ কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দারা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই প্রতারক বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। অভিযোগ, মধ্য কলকাতার এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের কাছে গিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রস্তাব দেয় বাবা-ছেলে। ওই আধিকারিক তাদের কথা মতো সারা জীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে। অভিযোগ, টাকা বিনিয়োগ করার পরেই বেপাত্তা হয়ে যায় দু’জন। পুলিশ সূত্রে খবর, প্রতারকদের কথা শুনে ১ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা হয়।
সূত্রের খবর, শহরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত এই রকম আধিকারিকদের টার্গেট করত প্রতারকরা। তারপর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের টোপ দেওয়া হত। এ ক্ষেত্রেও ঠিক তেমনটাই করা হয়েছিল। পরে প্রতারণার কথা বুঝতে পেরে মুচিপাড়া থানার দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত আধিকারিক। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে প্রথমে গ্রেপ্তার করা হয় ছেলে রাহুল ব্রহ্মচারীকে।
তারপর বালিগঞ্জের এক বিলাসবহুল হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বাবা অমরেন্দ্র ব্রহ্মচারীকে। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ জানতে পারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে ওই বিপুল পরিমাণ অর্থ দিয়ে নিজেদের মতো ফুর্তি করেছে তারা। প্রতারণার টাকা ব্যবহার করে কেনা হয়েছে আসবাবপত্র থেকে শুরু করে সোনার গয়না।