থানায় হাজিরা না দেওয়ায় শুক্রবার সকালে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও জগদ্দল থানার পুলিশ। যদিও সেই সময় অর্জুন বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অর্জুনের বাড়িতে ছিল পুলিশ। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিজেপির এই নেতা। এর প্রতিবাদে তাঁর বিরুদ্ধে জগদ্দল থানার দ্বারস্থ হয়েছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। এই অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবারের মধ্যে অর্জুনকে থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ। নির্দেশ পাওয়ার পর আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি থানায় যেতে পারবেন না বলে আইনজীবী মারফত পুলিশের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। এরপরই শুক্রবার অর্জুনের বাড়িতে হাজির হয় পুলিশ।
পুলিশের দাবি, ২ জানুয়ারি পর্যন্ত অর্জুন সিং কেন থানায় হাজিরা দিতে পারবেন না তা তিনি চিঠিতে স্পষ্ট করেননি। সেই কারণে শুক্রবার সকালেই অর্জুনের বাড়িতে হাজির হন পুলিশ কর্মীরা। নোটিশ পেয়েও থানায় না আসা ও বাড়িতে না থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুন হতে পারেন। জেহাদিদের দিয়ে এই হামলা করানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর পিছনে রাজ্য পুলিশ ও মুখ্যমন্ত্রীর হাত থাকতে পারে বলে সরব হন তিনি। এরপরই অর্জুনের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল অভিমন্যু তিওয়ারি।