• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বেপরোয়া যান নিয়ন্ত্রণ করতে গিয়ে মদ্যপ চালকের হাতে মার খেল উর্দিধারী

শহরে ফের মদ্যপ চালকের হাতে হেনস্থার শিকার কর্তব্যরত পুলিশ। বেপরোয়া গাড়ি আটকাতেই মারধর করা হয় পুলিশকে।

শহরে ফের মদ্যপ চালকের হাতে হেনস্থার শিকার কর্তব্যরত পুলিশ। বেপরোয়া গাড়ি আটকাতেই মারধর করা হয় পুলিশকে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত চালককে আটক করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সকালে বনগাঁর দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি গাড়ি। যার গতি ছিল অনেকটাই বেশি। ফলে গাড়িটি থামানোর চেষ্টা করেন সেন্ট্রাল অ্যাভিনিউয়ে কর্তব্যরত জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। গাড়ি থেকে চালককে নামিয়ে করা হয় ব্রেথ অ্যানালাইজও। তখনই ধরা পড়ে, মদ্যপ অবস্থায় রয়েছেন চালক।

অভিযোগ, এর পরই মারধর করা হয় কর্তব্যরত পুলিশকর্মীকে। সূত্রের খবর, ইতিমধ্যেই কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছে চালককে। তবে এই প্রথম নয়,। এর আগেও বেপরোয়া গতির যান নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে পুলিশকর্মীদের।

কখনও গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ট্রাফিক সার্জেন্ট, আবার কখনও গাড়ির ধাক্কায় গার্ডরেল গিয়ে পড়েছে ট্রাফিক পুলিশের গায়ে। আর এবার বেপরোয়া গতির যান নিয়ন্ত্রণ করতে গিয়ে মদ্যপ চালকের প্রহারের শিকার পুলিশকর্মী।