উপনির্বাচনের আগেই মেয়র-সাক্ষাতে পার্থ

ফিরহাদ ও পার্থ ভৌমিক। ফাইল চিত্র

সামনেই রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। নভেম্বর মাসের ১৩ তারিখে উপনির্বাচন হবে নৈহাটি বিধানসভা কেন্দ্রেও। রাজ্যের শাসক দল ইতিমধ্যেই ভোটের ময়দানে জোরকদমে নেমে গিয়েছে। বুধবার কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে পুরভবনে সাক্ষাৎ করলেন নৈহাটির শাসক শিবিরের অন্যতম নেতা পার্থ ভৌমিক। বেশ কিছুক্ষন ধরে চলে তাঁদের মধ্যে কথাবার্তা চলে। এই সাক্ষৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিবিদেরা।

সাক্ষাৎ সেরে ফেরার পথে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে পার্থ বলেন, “এর আগে সিবিআই, ইডিকে হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছিল কেন্দ্র। এখন এনআইএ- এর মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থাকে একই অবস্থানে নিয়ে আসা হচ্ছে।” উপনির্বাচন প্রসঙ্গে পার্থ বলেন, “মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা মানুষের ওপর নির্ভরশীল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন, মানুষ তাঁর পক্ষেই রায় দেবেন।” ৬টি আসনই তৃণমূলের পক্ষে যাবে বলে এদিন দাবি করেন পার্থ ভৌমিক।