জাল নথি দেখিয়ে ঋণ, ধৃত এক

ফাইল চিত্র।

জাল দলিল দেখিয়ে ব্যাঙ্ক লোন নিয়ে সম্প্রতি গত অক্টোবরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল দুই প্রতারক। এবার জাল নথি তৈরি করে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম গণেশচন্দ্র সরকার।

সূত্রের খবর, কয়েকমাস আগে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্ক থেকে ভুয়ো নথি দেখিয়ে ৭৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিল গণেশ। দাখিল করা নথি জাল, তা পরে বুঝতে পেরে কলকাতা পুলিশের দ্বারস্থ হন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে নেমে প্রতারক গণেশচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা।