• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

কলকাতায় বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

হরে আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মঙ্গলবার রাত ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকার ক্রিস্টোফার রোডে।

প্রতীকী চিত্র

হরে আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মঙ্গলবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকার ক্রিস্টোফার রোডে। মৃতের নাম মোহন রাম (৩৮)। তিনি তপসিয়া এলাকার বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহন। তখনই বেপরোয়া বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। মাথায় গুরুতর চোট নিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্যেই চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পথচারী মহিলার। আহত হয়েছিলেন আরও তিনজন। হাওড়া থেকে শিয়ালদহ যাওয়ার সময় বড়বাজারের কাছে হঠাৎ করেই ফুটপাথে উঠে পড়ে বাসটি। বাসের চাকায় পিষ্ট হন চারজন পথচারী মহিলা। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।