শ্বাসরোধ করে খুন ফুটপাথবাসীকে! ধৃত এক

প্রতীকী চিত্র।

রাতের শহরে গলায় গামছা পেচিয়ে খুন! ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই মহম্মদ সরফরোজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) খুনের মামলা রুজু করেছে পুলিশ।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানার মহাত্মা গান্ধী রোডের এক হোটেলের সামনে। সূত্রের খবর, রাত দশটা নাগাদ ফুটপাথের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন রণবীর সিং (৫৭) নামে এক প্রৌঢ়। তারপর পুলিশ গিয়ে অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় পাওয়া গিয়েছে রক্তের দাগও। তারপরেই খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায় ওই ব্যক্তির গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধের চেষ্টা করছেন একজন। সেই ফুটেজের সূত্র ধরেই ধরা পড়ে মহম্মদ সারফরোজ নামে এক যুবক।  ৪ নম্বর এমএম বর্মন স্ট্রিটের বাসিন্দা সরফরোজের কাছ থেকে উদ্ধার হয়েছে শ্বাসরোধে ব্যবহৃত গামছাও। ধৃতকে জেরার মুখে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতে নেশাদ্রব্যকে কেন্দ্র করে বচসা হয় দুজনের মধ্যে। আর তার জেরেই ওই ব্যক্তিকে গলায় গামছা জড়িয়ে খুন করে সরফারোজ। ধৃতকে এ দিন আদালতে তোলা হলে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।