এসএসকেএম–এ তাণ্ডব রোগীর

এসএসকেএম হাসপাতাল। ফাইল চিত্র।

এক রোগীর তাণ্ডবে উত্তেজনা ছড়িয়ে পড়ল এসএসকেএম হাসপাতালে। নার্স, নিরাপত্তারক্ষী ও অন্যান্য রোগীদের মারধর করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বাড়িতে যাওয়ার আবদারে সোদপুরের বাসিন্দা ওই রোগী হাসপাতালের পিজি ক্লিনিকের গ্যাস্ট্রো বিভাগে তাণ্ডব চালান।
ওই রোগী দীর্ঘদিন ধরেই সিরোসিস অফ লিভারে ভুগছিলেন। অনেকদিন ধরেই তিনি এসএসকেএমের গ্যাস্ট্রো বিভাগে ভর্তি আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর বাড়ির সদস্যরাও তাঁর সঙ্গে বিশেষ দেখা করতে আসেন না। শনিবার রাতে ওয়ার্ডে খাবার পরিবেশন করার সময় হঠাৎই উত্তেজিত হয়ে ওঠেন ওই যুবক। বাড়িতে ফেরার জন্য তিনি চিৎকার করতে শুরু করেন। বলেন, ‘আমাকে ছেড়ে দাও। আমি এখনই বাড়ি যাব।’ তাঁকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হলেও লাভ হয়নি।

ওই যুবকের চিৎকার শুনে দায়িত্বে থাকা নার্স ছুটে আসেন। ওই নার্সকে স্যালাইনের বোতল ঝোলানো স্ট্যান্ড দিয়ে বেধড়ক মারধর করেন রোগী। মারের চোটে নার্সের পিঠে দাগ পড়ে যায়। তাঁকে বাঁচাতে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তাঁদেরও সেই রোগী মারধর করেন। এছাড়াও ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীদের চড়-ঘুষি-লাথি মারেন। প্রায় ঘণ্টা দেড়েক হাসপাতালের ওয়ার্ডে তাণ্ডব চলে। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।