বিয়ের দেড় মাসের মাথায় নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোডের ঘটনা। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মামলার রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের নাম পূজা সিং (২৮)। সম্ভবত আত্মহত্যা করেছেন পূজা। সূত্রের দাবি, আত্মঘাতী হওয়ার আগে স্বামীকে ভিডিও কল করে জানায় গৃহবধূ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূজার বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস আগে। স্বামী মুকেশ সিং একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করেন। পরিবারের তরফে জানা যাচ্ছে, শনিবার রাতে আত্মঘাতী হওয়ার আগে স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন ওই গৃহবধূ। পরিবারের তরফে আত্মহত্যার তত্ত্ব সামনে আনা হলেও পুলিশ অন্যান্য কারণও খতিয়ে দেখছে। স্বামীর সঙ্গে ফোনে পূজার কী কথা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। স্বামীর সঙ্গে কোনও অশান্তি নাকি অন্য কোনও পারিবারিক ঝামেলার কারণেই এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।