• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

কলকাতার পরিচ্ছন্নতায় নতুন উদ্যোগ, এক গাড়িতে সব কাজ!

ই গাড়িগুলির বিশেষত্ব কী? তারক সিং বলেন, 'এগুলো একসঙ্গে সব কাজ করতে পারবে। গাড়ি থেকে পাইপ টেনে অনেক দূর পর্যন্ত জল দেওয়া যাবে। রাস্তা, ডিভাইডার, ফুটপাতের গাছপালা—সব পরিষ্কার করতে সুবিধা হবে।'

নিজস্ব চিত্র

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে কলকাতা পুরসভা এবার নিয়ে এল অভিনব চারটি গাড়ি। একদিকে রাস্তা ধোঁয়া, অন্যদিকে গাছপালায় জল দেওয়া—এক গাড়িতেই হবে সব কাজ। গাড়ির ওপর বসে ৩৬০ ডিগ্রিতে ঘুরে ঘুরে জল ছিঁটানো যাবে।

পুরসভার নিকাশি বিভাগের উদ্যোগে এই বিশেষ গাড়িগুলি তৈরি হয়েছে। মেয়র পারিষদ তারক সিং জানান, পুরসভার বেশ কিছু পুরনো গাড়িকে নতুন রূপ দিয়ে তাতে অত্যাধুনিক ওয়াটার স্প্রিঙ্কলার বসানো হয়েছে। গাড়িগুলির কাজ দেখে খুশি মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি সেগুলি উদ্যান বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই গাড়িগুলির বিশেষত্ব কী? তারক সিং বলেন, ‘এগুলো একসঙ্গে সব কাজ করতে পারবে। গাড়ি থেকে পাইপ টেনে অনেক দূর পর্যন্ত জল দেওয়া যাবে। রাস্তা, ডিভাইডার, ফুটপাতের গাছপালা—সব পরিষ্কার করতে সুবিধা হবে।’

গাড়িতে প্রায় ৫০ ফুট লম্বা পাইপ রয়েছে। এমনকি যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানেও পাইপের সাহায্যে কাজ করা সম্ভব। গাড়ির ওপরের বিশেষ বসার জায়গা থেকে ৩৬০ ডিগ্রিতে জল স্প্রে করা যাবে। এতে বড় রাস্তা, ঘিঞ্জি গলি, বহুতল ভবন, এমনকি রাস্তায় থাকা মূর্তিও ধোঁয়া যাবে।

পুরসভার কর্মকর্তারা জানান, এই গাড়িগুলি শহরের পরিচ্ছন্নতার কাজে বড় ভূমিকা নেবে। গাছপালা, রাস্তা পরিষ্কার রাখা সহজ হবে, আর শহর আরও সুন্দর দেখাবে। নতুন বছরের আগেই এই উদ্যোগে শহরবাসী আশাবাদী।