কালীপুজোয় জোর শব্দবাজি নিয়ন্ত্রণে বার্তা নগরপালের

প্রতীকী চিত্র

আসন্ন কালীপুজো, দেওয়ালি ও ছট পুজোকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত বৈঠক সারলো কলকাতা পুলিশ। শনিবার সন্ধ্যায় আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডেপুটি কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও স্পেশাল কমিশনারসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। একই সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসিকর্তারাও। এদিনের বৈঠকে দুর্গাপুজোর সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা ও ত্রুটি বিচ্যুতির বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।

উল্লেখ্য, বর্তমানে ছোট বড় মিলিয়ে কলকাতায় প্রায় ২৭০০ কালীপুজো অনুষ্ঠিত হয়। এই পুজোতে দুর্গাপুজোর মতোই আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে কালীপুজো, দেওয়ালি ও ছট পুজোর সময়ে আদালতের নির্দেশ মেনে শব্দবাজি নিয়ন্ত্রণের বিষয়ে কী করণীয়, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, শহরের বাজির বাজারে এবং শব্দবাজির বিক্রির ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেন পুলিশ কমিশনার।

এ ছাড়া, চাঁদার জুলুমের অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয় বৈঠকে আলোচনা হয় কালীপুজোর বিসর্জন, দেওয়ালি ও ছট পুজোর সময় নির্দিষ্ট এলাকাগুলিতে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়েও। দুর্গাপুজোয় কলকাতা পুলিশ যে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে, সেই সাফল্য যেন কালীপুজো, দেওয়ালি ও ছট পুজোতেও অব্যাহত থাকে, সে বিষয়ে জোর দেওয়ার জন্য বলা হয়েছে।