বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক পুলিশকর্মীর। মৃতের নাম শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি নিউ টালিগঞ্জের বাসিন্দা বলেই জানা গিয়েছে। মৃত শঙ্কর চট্টোপাধ্যায় আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। এ দিকে পুলিশকর্মীর আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী এবং সন্তানের অমানবিক আচরণের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও সেই রকম কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেই দাবি পুলিশের।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন শঙ্করবাবু। একই সঙ্গে ছিল অত্যাধিক পরিমাণে সুগার। সেই কারণে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন তিনি। সম্প্রতি চিকিৎসার জন্য ছুটিও নিয়েছিলেন ওই এএসআই। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এএসআইয়ের উপর অমানবিক অত্যাচার চালাত তাঁর স্ত্রী এবং পুত্র।
তাঁকে রাস্তায় বের করে মারধর করা হতো বলেও অভিযোগ। রাতে ওই পুলিশকর্মীর মৃত্যুর খবর জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। যদিও পুলিশের কাছে সেই রকম কোনও অভিযোগ জমা পড়েনি বলেই দাবি করা হয়েছে। পরে রিজেন্টপার্ক থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ঠিক কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে বলে মত তদন্তকারী আধিকারিকদের।