মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু মায়ের

নিজস্ব চিত্র

বছর চারের শিশুকন্যাকে নিয়ে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবা-মা। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটল অঘটন। সাতসকালে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। আহত বাবাকে ইতিমধ্যেই ভর্তি করানো হয়েছে বাঘাযতিনের বেসরকারি হাসপাতালে।
মঙ্গলবার সকালের ঘটনা। সকাল সাড়ে ৬টা নাগাদ চার বছরের মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য স্কুটার চালিয়ে যাচ্ছিলেন সার্ভে পার্কের বাসিদা তাপস মণ্ডল (৩৮)। পিছনে আরোহীর আসনে ছিলেন স্ত্রী দেবশ্রী মণ্ডল (২৭), মাঝে শিশুকন্যা। তবে স্কুটার যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পৌঁছাতেই ঘটে দুর্ঘটনা। যাদবপুর-হাওড়া রুটের সরকারি বাস ই-১ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে বাসস্ট্যান্ড থেকে বেরনোর সময় বাসের গতি অত্যাধিক ছিল। তাল সামলাতে না পেরে রাস্তার মধ্যেই উল্টে পড়েন সার্ভে পার্কের বাসিন্দা স্বস্ত্রীক স্কুটারচালক। অন্যদিকে তাঁর স্ত্রী গিয়ে পড়েন বাসের চাকার নিচে। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে যান যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা। উদ্ধার করা হয় আহত বাবাকে। অন্যদিকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় থানায়। সূত্রের খবর, বাঘাযতিনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে চালকসহ বাসটিকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।