• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

রবিবারও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলবে

রবিবার দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে

এখন  থেকে রবিবারও  হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই লাইনে মেট্রো পরিষেবা চালু হবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করছে মেট্রো। এই ব্যবস্থা স্থায়ী হবে কি না, যাত্রীদের চাহিদার উপর তা নির্ভর করবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল শুরু হয় গত মার্চ মাসে । ক্রমে তা বেশ জনপ্রিয়তাও লাভ করেছে।

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই রবিবারও ওই লাইনে মেট্রো চালানোর পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। প্রতি ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান থাকবে। হাওড়া ময়দান থেকে রবিবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। একইভাবে এসপ্ল্যানেড থেকেও ওই সময়ে হাওড়ার দিকের প্রথম মেট্রোটি ছাড়বে। রবিবার দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।