সপ্তাহের প্রথম দিনে ব্যস্ত সময়ে ফের মেট্রোয় মারণ ঝাঁপ। বেলা বারোটার পরে চাঁদনিচক স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার ফলে স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
মেট্রো রেল সূত্রে খবর, বেলা ১২টা ১২ নাগাদ চাঁদনিচক স্টেশনের আপ লাইনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ফলে ময়দান থেকে গিরিশপার্ক পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা বিঘ্নিত হয়। এ বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার জানান, ‘চাঁদনিচক স্টেশনে একজন ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে।’
অন্যদিকে ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের কারণে সমস্যায় পড়েন যাত্রীরা। বিকল্প পথ হিসেবে কেউ বাস, আবার কেউ ট্যাক্সি করেন। যার ফলে যানজটের সৃষ্টি হয় রাজপথে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে পাল্লা দিয়ে বেড়েছে মেট্রোয় আত্মহত্যা করার প্রবণতা। যার ফলে প্রায় নিত্যদিনই সমস্যায় পড়ছেন যাত্রীরা। গত বছর দুর্গাপুজোর ঠিক পরেই ছোট্ট সন্তানকে সামনে রেখেই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক মধ্যবয়সি মহিলা। ঘটনাস্থল সেই চাঁদনিচক মেট্রো। তারপরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কালীঘাট স্টেশনে বসানো হয়েছে গার্ডরেল। কিন্তু তারপরেও ঠেকানো যায়নি আত্মহত্যার প্রবণতা। যার জন্য যথেষ্ট পরিমাণে নিরাপত্তারক্ষীর অপ্রত্যুলতাকেই দায়ী করছেন যাত্রীদের একাংশ।