চৈত্রের শেষে ভ্যাপসা গরমে নাজেহাল। বৃষ্টির অপেক্ষা বঙ্গবাসীর। আবহাওয়ার মেজাজ বদলের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়। সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি, শুক্র, শনিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।
সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
সোমবারের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদহ ও দুই দিনাজপুরে।
হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যেটি গভীর নিম্মচাপে রূপান্তরিত হতে পারে। সেজন্য এখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়াও রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। সব মিলিয়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রভাব থাকবে বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, গত ১ মাসে বাংলার সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে। তাই বৃষ্টি হলে সেই ঘাটতির কিছুটা পূরণ হবে। তবে ঝড়, জল হলেও বঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।