বুধবার সকালে বাড়ির মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক তরুণীর দেহ। মৃতার নাম নাসিফা খাতুন (২৩)। তিনি আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, এ দিন সকালে তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর মা। তারপর থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্তে নেমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শহরের এক সরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।