• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

কফি হাউসের পিলার ভাঙা নিয়ে কড়া বার্তা মেয়রের

মেয়র স্পষ্ট জানিয়ে দেন, হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই। পুরসভার প্রতিনিধি পাঠাচ্ছি, পুলিশকেও জানিয়েছি। কঠোর পদক্ষেপ করা হবে।

কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট কফি হাউসে একতলার পিলার ভাঙার অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই খবর সামনে আসতেই কলকাতা পুরসভা ৪০১ ধারায় কাজ বন্ধের নোটিশ দেয়। এবার এই ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র স্পষ্ট জানিয়ে দেন, ‘হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারও নেই। পুরসভার প্রতিনিধি পাঠাচ্ছি, পুলিশকেও জানিয়েছি। কঠোর পদক্ষেপ করা হবে। প্রয়োজনে আইনত ব্যবস্থাও নেব।’

সূত্রের খবর, হেরিটেজ বিল্ডিংয়ের যে অংশে ভাঙচুর হয়েছে, সেখানে পরিদর্শনে যেতে পারেন মেয়র নিজে। ইতিমধ্যেই পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং মেয়রকে রিপোর্ট দিয়েছেন। পুরসভা এই ঘটনায় আর কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে সকলের।