• facebook
  • twitter
Monday, 17 March, 2025

রঙের উৎসবে মাতোয়ারা বাংলা, সম্প্রীতির বার্তা দিলেন মেয়র

ফিরহাদ বলেন, যাঁরা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। রাজনীতি হল মানুষের সেবা। এখানে রাগ-বিদ্বেষের স্থান নেই।

ফাইল চিত্র

শুক্রবার দেশজুড়ে উদযাপিত হল রঙের উৎসব। সকাল হতেই রঙিন আবহে মেতে উঠল রাজ্যবাসী। সেই আনন্দে শামিল হতে সাদা পোশাকে, চোখে সানগ্লাস পরে এদিন বেরিয়ে পড়েন কলকাতার মেয়রও। উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দোলযাত্রা বা হোলি কেবল রঙের উৎসব নয়, এটি সম্প্রীতিরও প্রতীক।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ নিজেও দোল উৎসবে অংশ নিতেন, সম্প্রীতির বার্তা দিতেন। বঙ্গভঙ্গের সময়ও তিনি সম্প্রীতির আহ্বান জানিয়েছিলেন। আজও সেই বার্তাই প্রাসঙ্গিক। বাংলা সম্প্রীতির মাটি। এখানে বিভেদ চলবে না।’

রাজনীতির প্রসঙ্গ আসতেই মেয়র স্পষ্ট বলেন, ‘বাংলায় বিভেদের রাজনীতি জায়গা পাবে না। কেউ কেউ চেষ্টা করলেও সফল হবে না। কারণ এ মাটি শ্রীচৈতন্যের, এ মাটি প্রেম ও ভালোবাসার।’ একটি পুরোনো প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, ‘মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?’ অর্থাৎ কিছু বাধা এলেও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।

শেষে তিনি ঈশ্বরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যাঁরা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। রাজনীতি হল মানুষের সেবা। এখানে রাগ-বিদ্বেষের স্থান নেই। বাংলার মানুষ আজও সম্প্রীতির বার্তা নিয়ে একসঙ্গে আছেন এবং থাকবেন।’