প্রকাশ্য রাস্তায় বোমাবাজি, উত্তপ্ত মানিকতলা

ফাইল চিত্র।

দিন পনেরো আগেই জমি বিবাদকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা লাছিয়েছিল একদল দুষ্কৃতী। সেই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত গুলজারসহ মোট ৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরে এবার বোমাবাজির অভিযোগ উঠল। শুক্রবার রাতে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হল উত্তর কলকাতার মানিকতলা থানার মুরারিপুকুর এলাকা।
স্থানীয় সূত্রে খবর, এ দিন রাত সাড়ে আটটা নাগাদ পাড়ায় বসে নিজেদের মধ্যে গল্প করছিলেন বেশ কয়েকজন যুবক। অভিযোগ, সেই সময় অন্য পাড়া থেকে বেশ কয়েকজন এসে তাদের সঙ্গে বচসা শুরু করে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতি পর্যন্ত হয় দুই গোষ্ঠীর মধ্যে। আর তাতেই মাথা ফাটে স্থানীয় ক্ষুদিরামপল্লীর বাসিন্দা অমিত নামে এক যুবকের। শুধু তাই নয়, অভিযোগ, এক গোষ্ঠীকে লক্ষ্য করে অপর গোষ্ঠী পরপর দুটি বোম মারে। যদিও বোমাবাজিতে কেউ জখম হননি বলেই জানা গিয়েছে। প্রকাশ্য রাস্তায় বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই দুই পক্ষের সাত জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এ দিনের ঘটনার পরে এলাকায় বাড়িয়ে তোলা হয়েছে পুলিশি প্রহরা। ব্যারিকেডে ঘিরে রাখা হয় ঘটনাস্থলও। যদিও সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল এখনও স্পষ্ট বোমাবাজির চিহ্ন। রাস্তায় ছড়িয়ে রয়েছে বোমের ফাটা অংশ। ঘটনাকে ঘিরে স্থানীয়েরা দুই পাড়ার পুরনো বিবাদ বলে দাবি করলেও, সূত্রের খবর এলাকায় সিন্ডিকেট রাজ নিয়েই দুই তরফের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে বলেই খবর স্থানীয় সূত্রে।