আইন নিজের হাতে তুলে না নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়েও এদিন সুর চড়ান তিনি। এই অভিযানে বহিরাগতরা ছিলেন বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, ‘আমি এদের শাস্তি চাই। আদালত কী করবে জানি না। কিন্তু মানুষ বিচার চায়। মানুষের হাতে তুলে দিলেই বিচার হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। ‘
মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এদিন বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। নবান্ন অভিযানে বাংলার মানুষ ছিলেন না বলে দাবি করে মমতা বলেন, ‘ ছাত্রছাত্রীদের নামে এরা কারা ? গার্জেন কল হয়েছিল নাকি? অনেকে দেখলাম রাজভবনের দক্ষিণ দ্বারে ঢিল মেরেছে। এরা বাংলার মানুষ ? বাংলার মানুষ হলে নবান্ন চিনত না ?’
বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতার অভিযোগ, ‘একটা লাশের অপেক্ষা করছে। তারপর রাস্তায় নামবে। এরা নিজেদের লোককে নিজেরাই মেরে ফেলতে পারে। প্রত্যেকটা ব্যক্তির উপর নজর রাখা হচ্ছে।’
এআই ব্যবহার করে ফেক ভিডিয়ো ছড়ানোর অভিযোগ তুলেও এদিন সরব হয়েছেন মমতা। দলের নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার বার্তা দিয়ে ফেক ভিডিয়ো রোখার দায়িত্ব দেন তিনি।
বাংলায় থেকে বাংলাকে বদনাম করার জন্য এদিন হুঁশিয়ারি দিয়েছেন মমতা। পাশাপাশি বিচারের দাবিতেও সরব হয়েছেন। তিনি বলেন, ‘কখনও কখনও মানুষকে সহ্য করতে হয়। কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, আমি কী করতে পারি আপনারা জানেন না। আমাকে ছোঁয়া অত সহজ নয়।’