ছাত্র ভোট করানোর পক্ষে সওয়াল মমতার, বেঁধে দিলেন সময়

দুর্গাপুজোর পরে ছাত্র ভোট করানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একথা বলেন মমতা। ছাত্রদের নির্বাচন হওয়া উচিত বলেও এদিন দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

২০১৭ সালে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। তারপর আর সামগ্রিকভাবে কোথাও কোনও ভোট হয়নি। এখন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সেমেস্টার সিস্টেম। তাই নির্বাচনের প্রক্রিয়াতেও বদল আনতে হবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পদ্ধতি কার্যকর করে তবেই ছাত্র নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলেও জানিয়ে দেন। এদিন মমতা বলেন, ‘এবার ছাত্রদের নির্বাচন হওয়া উচিত। এখন সেমেস্টার সিস্টেম। ব্রাত্য বসুকে বলব আসতে আসতে সেই অনুযায়ী সিস্টেম তৈরি করে নিতে হবে। এসব একটু শান্ত হোক, মিটে যাক। তারপর পুজো হয়ে গেলে নির্বাচনটা করিয়ে দেব।’

উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে আর ছাত্র নির্বাচন না হওয়ায় বিরোধী ছাত্র সংগঠনগুলি সরব হয়েছে । রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এর মধ্যে কয়েকটি কলেজে ভোট হয়েছে ঠিকই কিন্তু তার সংখ্যা খুবই কম।