• facebook
  • twitter
Friday, 4 April, 2025

রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক

গত বছরও অভিষেককে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এ বছর ইদেও সেই একই ছবি দেখা গেল।

ইদের দিন সকালে রিজওয়ানুর রহমানের পার্ক সার্কাসের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আয়োজিত অনুষ্ঠান থেকে ইদের শুভেচ্ছা জানিয়ে পার্ক সার্কাসের উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখানেই রিজওয়ানুরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা ও অভিষেক।

সোমবার রেড রোড থেকে গাড়ি করে পার্ক সার্কাসের উদ্দেশে রওনা দেন মমতা ও অভিষেক। পার্ক সার্কাসে লাল মসজিদের সামনে তাঁরা দুজনেই গাড়ি থেকে নেমে পড়েন। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে তাঁরা পৌঁছন সাদা মসজিদ পর্যন্ত। এরপর রিজওয়ানুরের বাড়িতে যান তাঁরা। তার আগে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা ও অভিষেক।

রিজওয়ানুরের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন মমতা। পাশাপাশি রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করার পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন করেন। উল্লেখ্য, গত বছরও অভিষেককে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বছর ইদেও সেই একই ছবি দেখা গেল।